রান্নাবান্না

কোকোনাট পুডিং

কোকোনাট পুডিং
উপকরন :-  দুধ - ২ কাপ কনন্ডেন্সড মিল্ক - ১ ক্যান নারিকেলের পানি - ১/২ কাপ নারিকেলের দুধ - ১ টির স্বাদ ও বর্ণহীন জেলাটিন- ২ টেবিল চামচ প্রনালি :- - নারিকেল গ্রেট করে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করুন । - পাতলা কাপড় দিয়ে নারিকেলের দুধ ছেঁকে নিন । - জেলাটিন ৫ টেবিল চামচ পানির সাথে মিশিয়ে কিছুক্ষন রেখে দিন । - এবার দুধ ও কনন্ডেন্সড মিল্ক এক সাথে মিশিয়ে জ্বাল দিন । - দুধ ফুটে উঠলে জেলাটিন দিন এবং গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন । - দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন । - এবার নারিকেলের পানি ও দুধ দিয়ে ভাল করে ফুটিয়ে নিন । - একটি পাত্রে সামান্য পুডিং এর উপকরন নিয়ে যদি দেখেন জমে যাচ্ছে তবে প্যান চুলা থেকে নামিয়ে নিন । - আর যদি জমাট না বাধে তবে আরও কিছুক্ষন জ্বাল দিন । - গরম থাকতে পছন্দমতো পাত্রে ঢেলে নিন । - ঠাণ্ডা করে ফ্রিজে রাখু... । টিপস :- *জেলাটিন না পেলে কর্নফ্লাওয়ার অথবা চায়না গ্রাস ব্যাবহার করতে পারেন । * অথবা Agar Agar powder একই পরিমান দিয়ে তৈরি করতে পারেন । পরিবশন :- ঠাণ্ডা ঠাণ্ডা বাদাম কুচি অথবা উইপড ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন । Source : সুস্বাদু ও লোভনীয় খাবার

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ