রান্নাবান্না

সেমাই এর মিঠা টুকরা

সেমাই এর মিঠা টুকরা
- সেদ্ধ সেমাই ২ কাপ - ডিমের সাদা অংশ ১ টি - কর্ন ফ্লাওয়ার ১-২ টেবিল চামচ - তরল দুধ ১ লিটার - এলাচ ২/৩ টি - দাল্চিনি ১টি - তেল+ঘি (ভাজার জন্য) - চিনি সাদ মত - ভানিলা ফ্লেভার সামান্য - কিশমিশ ও বাদাম কুচি সাজানোর জন্য একটি পাত্রে দুধ,এলাচ,দাল্চিনি ,চিনি,ভানিলা ফ্লেভার দিয়ে একটু ঘন করে অল্প আচে ফুটতে দিতে হবে । সেদ্ধ সেমাই এর মধ্যে ডিম , কর্ন ফ্লাওয়ার আর ১ টেবিল চামচ চিনি দিয়ে একটু মেখে গোল গোল চ্যাপটা করে বড়া বানিয়ে নিতে হবে । এবার প্যানে তেল/ঘি বা ঘি তেলের মিশ্রন গরম করে অল্প আচে বড়া গুলো সোনালী করে ভেজে নিয়ে ফুটন্ত দুধে ছেড়ে দিতে হবে । কিছুক্ষন জ্বাল করে নামিয়ে বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে । সুত্রঃ আমার রান্না ঘর

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ