অনির্ধারিত

আমরা কি আসলেই মানবিক ???

আমরা কি আসলেই মানবিক ???
মানবতা মানবধিকার খুব সুন্দর দুটি শব্দ যদিও আজ আমার দেশের মাটিতে সুন্দর এই শব্দটি শুধু বাংলা একাডেমীর অভিধানে বন্দী.অথবা তথাকথিত পন্ডিত রাজনীতিবিধরা সভা সেমিনারে এই শব্দটিকে নিয়ে গলাবাজী করতে প্রচন্ড স্বান্ছন্দ্য অনুভব করেন. আসলেই কি আমরা সত্যিই মানবিক? আর যারা মানবধিকার নিয়ে হৈচৈ করেন তারাইবা কতখানি মানবিক? অধ্যাপক গোলাম আযম একজন পরিচিত আলোচিত সমালোচিত ব্যাক্তি .তবে যেকোন মানুষ যতদিন জীবিত থাকেন ততদিন তার পরিচিতি পরিবেশ পরিস্হিতি অনুযায়ী পরিবরতন হয়ে থাকে .কিন্তু ঐ মানুষটি যখন মারা যান তখন তার শুধু একটাই পরিচয় হয় লাশ,সেই মৃত ব্যাক্তির লাশকে নিয়ে যখন আমার দেশের পন্ডিত রাজনিতীবিধদের নোংরা রাজনিতী করতে দেখি তখন প্রচন্ড হতভম্ব আর বেদনারত মনে স্তব্ধ হয়ে যাই. আমাদের সকলের বুঝা উচিত আমি যা বিশ্বাস করি এবং চেষ্টা করি অনেকেই সেই কাজের অনুসারী নাও হতে পারে কিন্তু শুধু বিশ্বাস ও কাজের পারথ্যকের কারনে কাউকে তার সোনালী ভুমিকা ও অবদানের জন্য সন্মান ও শ্রদ্বা করা যাবেনা ইসলাম এটা বলেনি:কোন মৃত ব্যাক্তির আত্বার মাগফেরাত কামনা করা আমাদের সকল মুসলমানের উচিত: কিন্তু আমাদের দেশের নোংরা রাজনীতির কারনে এই সৌজন্যতাবোধটুকু দেখাতে দ্বিধাবোধ করি; কিছু ঘটনা আসলে জীবনের চিন্তাভবনাকে বদলে দেয় ; গোলাম আযমের নামাজের জানাযায় দেশবিদেশ এর অফুরন্ত মানুষের ভালোবাসা দেখে বাকরুদ্ব হয়েছি ;এতোদিন যেসব ইতিহাস শুনে এসেছিলাম তা যে আসলেই সবটুকু সত্যি নয় এই জানাযা তারই প্রমান হয়ে থাকবে ইতিহাসে: পরিশেষে আল্লাহতায়ালার কাছে দোয়া করি তিনি যেন উনাকে জান্নাত নসিব করেন: - মুক্তা সিদ্দীক

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন