রান্নাবান্না

চাইনিজ স্পাইসি বিফ

চাইনিজ স্পাইসি বিফ
উপকরনঃ - ১ কেজি গরুর গোশত, - ১ কাপ টকদই, - ১ চা চামচ গোল মরিচ গুঁড়ো, - ২ টেবিল চামচ পেয়াজ বাটা, - লবণ স্বাদমতো , - আধা চা চামচ চিনি, - ২/৩ টেবিল চামচ মরিচ গুঁড়ো (ঝাল বুঝে), - আধা কাপ টমেটো সস, - পেঁয়াজ কুচি - ৮/১০ টি কাচা মরিচ ফালি, - ১ চা চামচ আদা বাটা, - ৪/৫ টি এলাচ, - ৩/৪ টি মাঝারি আকারের দারুচিনি, - পুদিনা পাতা (ইচ্ছা) - পরিমাণ মতো তেল পদ্ধতিঃ - প্রথমে গরুর গোশত লম্বা চিকন করে ফালি করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। - তারপর গরুর গোশতে টকদই, গোল মরিচের গুড়া, লবণ, চিনি, পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়ো, টমেটো সস ও পুদিনাপাতা দিয়ে ভাল করে মাখিয়ে ভালো করে মেরিনেট করে ১ ঘণ্টা আলাদা করে রাখু...। - এরপর চুলায় একটি প্যান নিয়ে এতে পরিমান মত তেল দিয়ে তেল গরম করে নিন। তারপর গরম তেলে এলাচ, দারুচিনি, পেঁয়াজ কুচি, আদা বাটা দিয়ে হালকা করে ভেজে নিন। - এতে মেরিনেট করা গোশত দিয়ে দিন ও হালকা আঁচে ভেঁজে কষাতে থাকুন। - গোশত সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কষাতে থাকুন। সিদ্ধ হয়ে গেলে কাচা মরিচ ফালি উপরে দিয়ে দিন। - ২-৩ মিনিট পর চুলার আঁচ কমিয়ে প্যান নামিয়ে ফেলুন। - ব্যস তৈরি হয়ে গেলো সুস্বাদু ‘স্পাইসি বিফ’। এবার গরম গরম পরিবেশন করে ফেলুন। সুত্রঃ priyo.com

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ