রান্নাবান্না

ব্রোকেন গ্লাস পুডিং

ব্রোকেন গ্লাস পুডিং
দুধ ১ লিটার  জেলাটিন ৩ প্যাকেট (কালার ও ফ্লেবার যুক্ত ) কনডেন্স মিল্ক ১ টিন চায়নাগ্রাস ১০ গ্রাম কাস্টার্ড পাউডার ২ টেবিল চামচ প্রনালী : - জেলাটিন গরম পানি দিয়ে জমিয়ে নিন। - এবার দুধ, কনডেন্স মিল্ক,জাল দিন। - চায়না গ্রাস ১০ গ্রাম ১ কাপ গরম পানিতে ভিজিয়ে রাখু...। - চায়না গ্রাসের সাথে কাস্টার্ড পাউডার মিশিয়ে দুধের মধ্যে দিন। - ১০ মিনিট ধরে জাল দিন। - জেলি জমে গেলে কেটে নিন। - দুধের মিশ্রন ঠান্ডা করে পাত্রে জেলি রেখে তার উপর দুধ ঢেলে ফ্রিজ এ রাখু...। - জমে গেলে পছন্দমতো শেপে কাটুন। ঠাণ্ডা করে সাভিং ডিশে সাজিয়ে পরিবেশন করুন । সূত্রঃ সুস্বাদু ও লোভনীয় খাবার

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ