রান্নাবান্না

সেমাই মালাই ক্ষীর

সেমাই মালাই ক্ষীর
উপকরণঃ দুধ- দেড় লিটার চিনি- স্বাদমত মালাই-আধা কাপ কাজু, কিসমিস, পেস্তা, কাঠবাদাম- আধা কাপ সেমাই- এক কাপ এলাচ, দারুচিনি- কয়েকটি ঘি- ২ টেবিল চামচ জাফরান- সামান্য (ইচ্ছা) প্রণালিঃ -বাদাম গুলো খোসা ছাড়িয়ে মোটা কুচি করে নিন। দের লিটার দুধ জ্বাল দিয়ে অর্ধেকের কম পরিমাণ করে রাখু...। -এবার প্যানে বা হাঁড়িতে ঘি দিয়ে গরম করুন। এলাচ দারুচিনি দিয়ে একটু ভাজুন। বাদাম কুচি, কিসমিস ও সেমাই দিয়ে দিন। -খুব মৃদু আঁচে হালকা ভাজুন। গন্ধ ছাড়লেই ঘন দুধ দিয়ে দিন। নেড়ে নেড়ে রান্না করুন। -সেমাই সিদ্ধ হয়ে আসার সাথে সাথে দুধ ঘন হয়ে আসবে। সেমাই সিদ্ধ হয়ে গেলে মালাই দিয়ে দিন। জাফরান দিন। ভালো করে মিশিয়ে চুলা বন্ধ করে ফেলুন। -এবার ছোট ছোট বাটিতে এই ক্ষীর সাজান। ফ্রিজে রেখে সেট হতে দিন। -সেট হলে বাদাম ও কিসমিস ছিটিয়ে পরিবেশন করুন। সূত্রঃ Priyo.com

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ