সব অপেক্ষা কি ফিরে পাওয়ার জন্য!
কবির অপেক্ষা এক ফিরে না পাওয়ার।
চাই না ফিরে আসুক,কবিতা!
তবুও,কোন অমোঘ লগ্নে শুরু হয়েছিল,
এ আজন্ম প্রতীক্ষা…
নিষ্ফল কি করে বলি?
অপেক্ষা তোমায় দিয়েছে প্রশান্তি, ভালোবাসা!
অপেক্ষা জন্ম দিয়েছে প্রেমের!
অপেক্ষার দিন ক্ষণ নেই,তবু আছে পরিতৃপ্তি!
অপেক্ষা ধৈর্য্যের হৃদয়ের আকুতির!
সবসময় অপেক্ষা কি পাওয়ার জন্য হয়?
অপেক্ষায় কি মদিরতা আছে,তন্দ্রা-মোহ-ঘোর লেগে আছে!
কবি কি তা জানে!
Facebook Comments