আজ অনেকদিন পর বাচ্চারা দুপুরে ঘুমিয়েছে। একখন্ড অবসর কুড়িয়ে পেয়েছি বলা যায়! এ কোণ ও কোণে খেলনা ছড়ানো,বিকেলের নাস্তা তৈরীর তাড়া আছে আরো কতক কাজ!
এরমধ্যে ফেসবুকে ঢুঁ দিয়ে জানলাম,বেশ লিখতো ছেলেটা,সুইসাইড করেছে। অনেকক্ষন চুপ করে স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলাম। ছেলেটা সবাইকে অনুপ্রেরণা দিতো তার লেখা দিয়ে,আজ কিসের অভাবে চলে গেছে এভাবে কেউ জানিনা,কেবল অবাক সবাই!
হঠাত মনে হলো,ছেলেটাও হয়তো আমার মতোই […]