“আম্মু, আমরা আগামীকাল পাহাড়ে বেড়াতে যাব,হ্যাঁ?”
রেনু এক মনে সুতার কাজ করে যাচ্ছে,টগরের কথায় মাথা নাড়ে কেবল! রেনুর সায় পেয়ে টগর আবার বলতে শুরু করে,
– পাহাড়ে উঠেই আমরা একসাথে আইসক্রিম খাবো,তারপর নেমে চলে আসবো বাসায়,বেশি দেরি করলে রিক্সা পাব না,তাই না?
রেনু মাথা না তুলে আবার সায় দিলো। টগর দ্বিগুণ উৎসাহে কথা বলতেই লাগলো। এক সময় কোন শব্দ না পেয়ে রেনু মাথা […]
ফেব্রুয়ারি, 2023
শীত প্রায় শেষের দিকে বলা যায় কিন্তু এলাকায় সাত সকালের কুয়াশা দেখলে বুঝা দায়! চারপাশ কেমন অন্ধকার অথচ বেলা বাজে ৯টা। সূর্যের আলো মনে হয় আর কিছুক্ষন পরেই ফুটে উঠবে কিন্তু ততোক্ষন কি আর বাড়ি বসে থাকা যাবে? সংসারের বেলা তো শুরু হয় সেই ভোর থেকে,সূর্যের আলোর সাথে এর সম্পর্ক খুব ভালো বলা যায় না। আলো যখনই ফুটুক ঘরের চূলা […]
কি দিয়ে যেনো লেখা টা শুরু করবো ভেবে রেখে এখন তা বেমালুম ভুলে গেলাম! মনে করার চেষ্টা করছি,এই উসিলায় সকালের চা টা একবার ঠান্ডা হলো বটে,আবার হলে আর খেতে পারবো না। এটা ভেবে মনটা খারাপ হয়ে গেলো,প্রথমে ভুলে গেলাম এরপর চা ঠান্ডা হলো, আজকেও কি সব কিছু এলোমেলো যাবে?
মানুষ সব কিছুর নাম বা শিরোনাম চায়! দিন শেষে আজকের দিনটা কেমন […]
রান্নাঘরে চুলোর পাশে তাকালে মনটা ভালো লাগে। দুটো পুরনো বয়াম ধুয়ে চকচকে করেছি সেদিন৷ তারপর থেকে রোজ দুটো দেখলেই মনটা ভালো হয়ে যায়, এগুলো আমার শ্রম দিয়ে গড়া অসাধারণ প্রাপ্তি৷ আমিও পারি,বিচ্ছিরি হয়ে যাওয়া কোন বস্তুকে ঝকঝকে করে ফেলতে।
গিন্নিবান্নি সময় না এলে বুঝতাম না, এসব ছোট ছোট কাজের ও আলাদা বিশাল প্রাপ্তি অনুভূতি বলে কিছু আছে।
আজকাল দুপুর থেকে চা খাওয়া […]
প্রচন্ড ব্যস্ততার মাঝে হঠাত করে কিছু অনুভূতি ধাক্কা দেয়,যেনো একটা ঘোর শেষে ফ্ল্যাশলাইট! সেরকম একটা অনুভূতি আজকে আবিস্কার করলাম,মেয়ের সারাদিনের রুটিন শেয়ার করছিলাম ওর বাবার সাথে,তখন মনে হলো,
আসলে বাচ্চাপালা খুবই বোরিং একটা কাজ,যেটা একমাত্র ঐ বাচ্চাটার মা ছাড়া আর কেউ বেশিক্ষন করতে পারে না৷ সে যে ই হোক,যতোওই বলুক,ঝারুক যতো আহ্লাদ ই দেখাক,নেভার। গর্ভে ধরে কষ্ট করে দুনিয়ার নিয়ে আসার […]
সেগুনবাগিচা বাজারের পাশে বড় বিল্ডিংটার চারতলায় কাজ করে তারার মা। আজকে তারাকে সাথে নিয়েই কাজে এসেছে। তারা মিষ্টির বাটি আর গ্লাস আনতে যেয়ে আড়চোখে বিছানায় রাখা ছোট পরীর মতোন বাচ্চাটার দিকে তাকালো। কী সুন্দর আর ফুটফুটে একটা বাচ্চা। বেগুনী রঙ্গের একটা তোয়ালের ভিতর গুটলি পাকিয়ে শুয়ে আছে। তোয়ালের ভিতর থেকে ছোট্ট একরত্তি হাতটুকুন গালে দিয়ে কী যেন ভাবছে। তারার খুব […]