শুকনোপাতার কাব্য-২৩
লিখেছেন শুকনোপাতার রাজ্য, জুলাই 18, 2021 12:02 অপরাহ্ণ

এই অবেলার কোন গল্প হয়ে 

ফিরে আসা সেই চেনা পথ ধরে

হাত ছুঁয়েই ভালোবাসা যায় 

শব্দেরা পাক ছুটি ! 

 

শব্দ বিনে ছন্দ বুনে 

ভালোবাসা যায় দু’চোখ জুড়ে 

তবু অবেলায় কিছু মেঘ আসে

বৃষ্টি নামার ভান ধরে। 

 

এখানে অলসতা দেয় অস্বস্তি 

আর ব্যস্ততায় ক্লান্তি

এক চিলতে অবসর বিষন্ন করে তুলে

তবু ভালো আছি,এটাই তো ভ্রান্তি! 

 

Facebook Comments
পোস্টটি ৫১৮ বার পঠিত
 ০ টি লাইক
০ টি মন্তব্য

আপনার মুল্যবান মন্তব্য করুন

Facebook Comment