মাঝে মাঝে হারিয়ে যাওয়ার অসহ্য এক শখ ছোবল দিয়ে যায়!
উন্মাতাল করা তীব্র সে শখের ঘ্রাণে…
প্রতিটি কোষ বিদ্রোহ করে বাতাসে মিশে একাকার হয়ে যেতে চায়!
ক্রমশ পেজা তুলো হয়ে যাওয়া ভাসমান আমি হারিয়ে যাওয়ার ঠিক পূর্বমূহুর্তে নিজেকে আবিষ্কার করি তীক্ষ্ণ এক আলোকচ্ছটা রূপে!
এ কেমন অভিশাপ! যখন বিলীন হতে চেয়েছিলাম দিগন্তের সাথে; তখন রাঙ্গিয়ে দিয়েছিলে সমস্ত ধূলিমাখা পথ!
অতো স্বচ্ছ কাঁচের উপর দিগন্ত হয়ে থাকা সইতে পারিনি!
তারপর, নির্লিপ্ত প্রতিটি সন্ধ্যা ধীরে ধীরে আমাকে গ্রাস করছিলো।
অতলে নিজেকে ছুড়ে দিয়ে ভাসতে ভাসতে আবারো কীভাবে তীব্র সুখের গালিচায় পৌঁছে গেলাম!
আমিতো কেউ হতে চাইনি! তুমি কেন আমাকে সব বানিয়ে দিলে!
Facebook Comments