অপেক্ষা করতে করতে শেষ প্রহরে জানলাম,
বড্ডো মিথ্যা সে প্রতীক্ষার মানে!
হৃদয়ে বড্ডো কালো মেঘের আনাগোনা,
প্রবলভাবে ভাসিয়ে নিয়ে যাবে চঞ্চল আবেগে,
এতোকিছুর পরেও অপেক্ষা করা থামিয়ে উঠতে পারি না যে,
বড্ডো আলসে লাগে দোল চেয়ারে গা এলিয়ে দেওয়ার মতোই।
প্রচন্ড পিপাসার আর্তিতে অবশ হয়ে পড়তে থাকতে ইচ্ছে করে অনেকটা রাত!
বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে না তখন,পছন্দের কফি মগটায় এক চুমুক কফিতেও ঠোঁট রাখতেও নয়!
কিচ্ছু না তাবত পৃথিবীর সাথে জনবিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা মনে হয় নিজেকে!
শুধু ভেজা মাটির গন্ধ,নগ্ন পায়ে সবুজ ঘাস মাড়িয়ে চেনা উদ্যানের সেই বেঞ্চিটাতে বসে অপেক্ষাই করতে থাকতে ইচ্ছে হয় অনাদি কাল!
কেমন করে পারে একজন,অন্যের অপেক্ষাদের নিরানন্দ করে দিতে?
অপেক্ষা নষ্টের শাস্তি কেন মৃত্যুদণ্ড হয় না?
Facebook Comments